You dont have javascript enabled! Please enable it! 1952.04.20 | ঢাকায় ১৪৪ ধারার অবসান | ভাষা আন্দোলন - সংগ্রামের নোটবুক

ঢাকায় ১৪৪ ধারার অবসান

গত ২১শে মার্চ হইতে ঢাকা রেল লাইনের পূর্ব ও উত্তরাংশে অবস্থিত এলাকাসমূহে এক মাসের জন্য যে ১৪৪ ধারা জারী করা হয়, তারপর পরিস্থিতির উন্নতি হওয়ায় ২১শে মার্চ তারিখে আর এক মাসের জন্য উহা শুধু ঢাকা রেল লাইনের উত্তরাংশে অবস্থিত এলাকায় জারী করা হয়।
ঢাকা প্রকাশ
২০ এপ্রিল, ১৯৫২
পৃ. ৬

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত