বিশ্ববিদ্যালয় ছাত্রী সংসদ
গতকল্য (২১ শে ফেব্রুয়ারী) বেলা এগারটায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সংসদের উদ্যোগে মিস রাবেয়া বেগমের সভানেত্রীত্বে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদস্মৃতি সভা অনুষ্ঠিত হয়। ইডেন কলেজ ও কামরুন্নেসা স্কুল হইতে ছাত্রীরা আসিয়া এই সভায় যােগদান করেন। সমবেত ছাত্ৰীমণ্ডলী ভাষা-সংগ্রামে আত্মত্যাগী বীর শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাইয়া ও তাহাদের আদর্শ অনুসরণ করিয়া অগ্রসর হইবার প্রতিজ্ঞা লইয়া সভার কাজ আরম্ভ করেন। মিস সাজীদা খাতুন, মিসেস মরিয়ম বেগম, কাজী রওশনআরা, খালেদা বেগম এবং আরাে অনেকে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরণ সংগ্রাম চালাইয়া যাইবার ব্রত গ্রহণ করিতে সকলে অনুরােধ করেন এবং সাড়ে চারকোটি লােকের দাবী না মানিয়া সরকার সে অগণতান্ত্রিক মনােভাবের পরিচয় দিতেছেন, তাহার তীব্র প্রতিবাদ করেন। সভায় উর্দু বাংলা বিরােধ দূর করিবার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করা হয় ও সকল প্রকার বন্দী মুক্তি ও শহীদদের পরিবারের জন্য সরকারের নিকট ভাতা দাবী করা হয়। নব প্রতিষ্ঠিত ছাত্র সংসদকে শক্তিশালী করিয়া তুলিবার জন্য ছাত্রীদের নিকট সাহায্যের অনুরােধ করা হয় ও সভার শেষে দুই মিনিটকাল নীরবে দাঁড়াইয়া শহীদদের রুহের মাগফেরাত করা হয়।
ঢাকা প্রকাশ
২২ ফেব্রুয়ারী, ১৯৫৩
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত