অফিস আদালতে ও শিক্ষাক্ষেত্রেক্ষেত্রেও বাংলাভাষা ইংরেজীর স্থান দখল করিতেছে
বগুড়া ৩রা মার্চ-রাষ্ট্রভাষার উল্লেখ প্রসঙ্গে পাকিস্তানের বাণিজ্য সচিব জনাব ফজলুর রহমান গতকল্য এখানে লীগ কশ্মী সমাবেশে বলেন, অফিস আদালতে এবং শিক্ষা ক্ষেত্রেও বাংলাভাষা ক্রমে ইংরেজীর স্থান দখল করিতেছে। ইহা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত করিয়াছেন যে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়েও বাংলাভাষার মাধ্যমে শিক্ষাদান করা হইবে। তবে আরও বহুদিন ইংরেজী ভাষাই কাৰ্যতঃ রাষ্ট্রভাষার স্থান দখল করিয়া থাকিবে। কাজেই বর্তমানে রাষ্ট্রভাষা সংক্রান্ত বিরােধ একান্তই অবাঞ্চিত। এতৎসত্ত্বেও যদি কেহ এই প্রশ্ন উত্থাপনের চেষ্টা করেন তবে প্রকারান্তরে রাষ্ট্রের অনিষ্ট সাধনই করা হইবে।
তিনি বলেন যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হইবে এই বিতর্কমূলক প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখার জন্য গণপরিষদে ইতিমধ্যেই একটা প্রস্তাব গৃহীত হইয়াছে।
ঢাকা প্রকাশ,
১ মার্চ, ১৯৫৩,
পৃ.৫।
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত