You dont have javascript enabled! Please enable it! 1952.11.16 | শিক্ষক সম্মেলনের প্রস্তাবাবলী | ভাষা আন্দোলন - সংগ্রামের নোটবুক

শিক্ষক সম্মেলনের প্রস্তাবাবলী

গত শুক্রবার জনাব ফকির আবদুল মান্নান এম.এল.এর সভাপতিত্বে পূর্ববঙ্গ মধ্য ইংরেজী ও জুনিয়র মাদ্রাসার শিক্ষক সম্মেলন হয়। তাহাতে প্রায় ১০টি প্রস্তাব গৃহীত হয়। তন্মধ্যে নিম্নলিখিত প্রস্তাবসমূহ অন্যতম।
সুতরাং উক্ত শর্তাবলী সংশােধনের উদ্দেশ্যে পূৰ্বপাক মধ্য ইংরেজী ও জুনিয়ার মাদ্রাসার প্রতিনিধিবর্গ মাননীয় শিক্ষামন্ত্রী ও ডিরেক্টর সাহেবের সমীপে গত ১লা জুলাই তারিখে স্মারকলিপিতে যে সব মন্তব্য দাখিল করিয়াছেন। এই সভা তাহাতে পূর্ণ সমর্থন জানাইতেছে এবং যে সমস্ত এম,ই, স্কুল ও জুনিয়ার মাদ্রাসা ইতিমধ্যেই সম্প্রসারিত হইয়া মঞ্জুরী প্রার্থনা করিয়াছে, শর্তাবলীর কঠোরতা হ্রাস করিয়া তাহাদিগকে অবিলম্বে মঞ্জুরী দিবার জন্য অনুরােধ জানান যাইতেছে।
এই সভা প্রস্তাব করিতেছে যে, নব প্রবর্তিত প্রাইমারী সিলেবাস ত্রুটিপূর্ণ বলিয়া তাহা পরিবর্তন করা হউক এবং পাকিস্তানের রাষ্ট্রভাষা যতদিন পর্যন্ত ইংরেজী থাকিবে এবং যতদিন পৰ্য্যন্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিষয় যথা, বিজ্ঞান, কলা, সাহিত্য, দর্শন ইত্যাদি বিষয় পাকিস্তানী ভাষায় অনূদিত না হয় ততদিন পর্যন্ত ৪র্থ ও ৫ম শ্রেণী হইতে যথাক্রমে ইংরেজী, উর্দু পড়াইবার ব্যবস্থা করা হউক।
ঢাকা প্রকাশ
১৬ নভেম্বর, ১৯৫২
পৃষ্ঠা – ৫

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত