You dont have javascript enabled! Please enable it! 1953.04.30 | বাংলাভাষা শিক্ষাদানের চেষ্টা - সংগ্রামের নোটবুক

বাংলাভাষা শিক্ষাদানের চেষ্টা

করাচী ২৯শে মে, পাকিস্তান তমদুন মজলিস জনসাধারণকে শিক্ষাদানের জন্য ক্লাস খুলিয়াছেন।
বাংলা ভাষা শিক্ষার আগ্রহশীল ব্যক্তিগণকে মজলিসের সেক্রেটারীর সহিত করাচীস্থ কাফে দি বেঙ্গল সংযােগ স্থাপন করিতে অনুরােধ জানান হইয়াছে।
ঢাকা প্রকাশ
৩১ এপ্রিল, ১৯৫৩
পৃ. ২

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত