পূর্ববঙ্গে উর্দু শিক্ষাদান
ঢাকা ২৮শে আগষ্ট: পূর্ব-পাকিস্তান আওয়ামীলীগের জেনারেল সেক্রেটারী জনাব শেখ মুজিবুর রহমান অদ্য ঘােষণা করেন যে, সরকার যদি পূর্ববঙ্গের স্কুলসমূহে উর্দুকে বাধ্যতামূলক করার নীতি পরিহার না করেন তাহা হইলে সমগ্র প্রদেশে উর্দু বজন আন্দোলন শুরু করা হইবে।
তিনি বলেন যে, বাধ্য হইয়াই উর্দুর বিরুদ্ধে আমাদিগকে প্রত্যক্ষ কর্মপন্থা অবলমন করিতে হইবে।
তিনি আরও ঘােষণা করেন যে, এ সম্পর্কে আলােচনা এবং একটি সুষ্ঠু কর্মপন্থা অবলম্বনের জন্য শীঘ্রই বামপন্থী দলসমূহের একটি যুক্ত সম্মেলন আহ্বান করা হইবে।
ঢাকা প্রকাশ
১৩ সেপ্টেম্বর, ১৯৫৩
পৃ. ৩
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত