You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু

করাচী, ৫ই মে – সীমান্ত এলাকা সংক্রান্ত ষ্টেট মন্ত্রী ডাঃ মাহমুদ হােসেন বলেন যে, উর্দুকে যদি সরকারী ভাষা করা হয়, তাহা হইলে প্রাদেশিক ভাষাগুলি ক্লিষ্ট হইবে বলিয়া তিনি মনে করেন না। প্রাদেশিক ভাষাগুলি অধ্যয়ন করা সকল পাকিস্তানীর কর্তব্য বলিয়া তিনি উল্লেখ করেন।
ডাঃ মাহমুদ হােসেন বলেন, যাহারা মনে করেন যে, উর্দুকে পাকিস্তানের জাতীয় ভাষা। করা যাইবে না, তাহারা দেশের ঐক্য ও সংহতির বিরােধী।
ডাঃ মাহমুদ হােসেন হলকা-ই আরাব-ই জউকের বার্ষিক সম্মেলনে সভাপতির অভিভাষণ দান করেন। তিনি বলেন, উর্দু পাকিস্তানের জাতীয় ভাষা হইবে, উহা সৰ্ব্বত্র স্বীকৃত হইয়াছে। বর্তমানে এই সম্পর্কে আর আলােচনারই কোন প্রয়ােজন নাই।
তিনি আরও বলেন যে, ভারতে বিভিন্ন ভাষা প্রচলিত থাকায় তথায় এক সাধারণ সংস্কৃতি গড়িয়া উঠিতে পার নাই। সাধারণ সংস্কৃতি গড়িয়া তােলার জন্য উদারপ্রাণ মুসলমানগণ উর্দু ভাষা গড়িয়া তুলিয়াছিলেন, কিন্তু নানা সংস্কার জড়িত হিন্দুসমাজ তাহা গ্রহণ না করায় ভারতের অধিবাসীদের মধ্যে চিরন্তন বিরােধ লাগিয়া থাকে। ভারতের উদাহরণ হইতে আমাদিগকে শিক্ষা গ্রহণ করিতে হইবে বলিয়া ডাঃ মাহমুদ হােসেন মন্তব্য করেন।
ঢাকা প্রকাশ
১৩মে, ১৯৫১
পৃ. ৮

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!