উর্দুই বাংলাভাষীদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক প্রতিষ্ঠার ব্যবস্থা
প্রাথমিক পর্যায়ে চতুর্থ শ্রেণী হইতে বাংলা ও উর্দু ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত।
ঢাকা ২৫শে সেপ্টেম্বর অদ্য সরকারী সূত্রে জানা গিয়েছে যে, পূর্ববঙ্গে প্রাথমিক শিক্ষা স্তরে ৪র্থ শ্রেণী হইতে বাংলাভাষী বালকদিগকে উর্দ এবং উদ্দভাষী ছাত্রদিগকে বাংলা বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়া হইবে। সরকারের অভিমত, এই ব্যবস্থার ফলে বাংলাভাষী ও উর্দুভাষী উভয় শ্রেণীর বালকেরা পরস্পর অধিকতর ঘনিষ্ট হওয়ার সুযােগ পাইবে।
প্রাথমিক স্তরে বালকদিগকে মাত্র দুই বৎসর অর্থ্যাৎ ৪র্থ শ্রেণী ও ৫ম শ্রেণীতে এই ভাষা দুইটির সহজতম নিয়মগুলিই শিক্ষা দেওয়া হইবে।
জানা গিয়াছে যে, শিক্ষার মাধ্যম বাংলাভাষাই থাকিবে। অন্যান্য বিষয়গুলি ছাড়াও প্রাথমিক শিক্ষা স্তরে কোরাণ পড়া, এছলামী ইতিহাসের কাহিনী ও গণিত শিক্ষা দেওয়া হইবে।
এ, পি, পি
ঢাকা প্রকাশ
৩০শে সেপ্টেম্বর, ১৯৫১
পৃ ৬
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত