পূর্ববঙ্গ সরকার আনসার ডিরেক্টরেট
আনসারদের বর্তমান মাসের চিন্তাধারা ও কর্তব্য
গত মাসে ঢাকায় যে গণ্ডগােলের সৃষ্টি হইয়াছিল তাহা হইতে বেশ স্পষ্টই বুঝা যায় যে, আমাদের দুষমনেরা এবং তাহাদের চরেরা পাকিস্তান ধ্বংস করিবার উদ্দেশ্যেই দেশের মধ্যে। বিশৃংখলার সৃষ্টি করিতে এবং মুসলমানদের মধ্যে বিভেদ ঘটাইতে যথাসাধ্য চেষ্টা করিতেছে। আনসারদিগকে এই সমস্ত শত্রুর প্রতি কড়া নজর রাখিতে হইবে, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক গুজব প্রচার বন্ধ করিতে হইবে এবং দেশের মধ্যে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধ পরিকর হইতে হইবে।
পাকিস্তান জিন্দাবাদ
EBGP-5/526336A.10OM
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত