You dont have javascript enabled! Please enable it!

বিবিধ প্রসঙ্গ

পূৰ্ব্ব-পাকিস্তানের স্কুলসমূহে উর্দুভাষী ছাত্রদের জন্য চতুর্থ শ্রেণী হইতে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রাদেশিক সরকার কর্তৃক গৃহীত হইয়াছে এবং ইহাকে কার্যকরী করিবার নির্দেশ জনশিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষাবাের্ডকে দেওয়া হইয়াছে। স্মরণ থাকিতে পারে-যে ইতিপূর্বে বাংলাভাষী ছাত্রদের জন্য চতুর্থ শ্রেণী হইতেই উর্দু শিক্ষা বাধ্যতামূলক করা হইয়াছে। প্রাদেশিক পরিষদ কর্তৃক বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষারূপে গণ্য করিবার সােপারেশ গৃহীত হইবার পর উর্দুভাষী ছাত্রদের জন্য বাংলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত সমীচীন হইয়াছে। ইহা ছাড়াও উল্লেখযােগ্য যে ভারতের নানা দেশের নানাভাষী অধিবাসীরা পূর্ব পাকিস্তানের স্থায়ী বাসিন্দা হইবার জন্য আসিয়াছেন। বাংলা ভাষা না শিখিলে এই প্রদেশের জনসাধারণের ও তাদের মধ্যে একটা দূরত্ব থাকিয়া যাইবে। ফলে একটা মিলিত জনশক্তি তৈয়ার করার কাজ ব্যহত হইবে। পাকিস্তানের ভবিষ্যৎ কল্যাণের জন্য বহু ভাষাভাষীর মিলন ও সংহতি একান্ত কাম্য। এই কারণে উর্দুভাষী ছাত্রদের জন্য বাংলা এবং বাংলা ছাত্রদের জন্য উর্দু শিক্ষাকে বাধ্যতামূলক করার নীতিকে আমরা অভিনন্দন জানাইতেছি। আমরা আশা করি, পূর্ব-পাকিস্তানের প্রতিটি অধিবাসী ইহা সানন্দে গ্রহণ করিবেন।
এই প্রসঙ্গে আমরা মনে করি, শুধু পূর্ব-পাকিস্তানের নয় পশ্চিম পাকিস্তানেও বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা উচিত। তার কারণও সহজেই অনুমেয়। পূর্ব-পাকিস্তানীরা উর্দুর দাবীর কথা অস্বীকার করে নাই। কিন্তু যাহারা আজ বাংলাভাষার দাবীর সত্যতা ও বাস্তবতা অস্বীকার করিতেছেন তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত। পশ্চিম পাকিস্তানের কোন কোন সংবাদপত্রে যে সব কথা বলিয়া বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালিত হইতেছে সেগুলি তাদের বিস্ময়কর নির্বুদ্ধিতার পরিচায়ক। একটি পত্রিকা লিখিয়াছেন যে, এখানকার বাংলাভাষীরা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ও বন্দেমাতরমের বাংলা চালাইবার চেষ্টা করিতেছেন। এসব উক্তিতে পূর্ব-পাকিস্তানের বাংলাভাষীদের দাবী সম্পর্কে গাঢ় অজ্ঞানতাই প্রকট হইয়া উঠিতেছে। যাহা হউক এসব নির্বুদ্ধিতা ও অজ্ঞানতা প্রসূত মন্তব্যের উপর বিতর্ক নিষ্প্রয়ােজন। তারা যে কতটা পাকিস্তান দরদী তা ইহা হইতেই বুঝা যায়। সে যাহা হউক আমরা আশা করি পশ্চিম পাকিস্তানে শুভবুদ্ধি সম্পন্ন উভয় অংশের মধ্যে প্রীতি ও ঘনিষ্টতা বর্ধনের জন্য বাংলা ভাষাকেও সমাদরে গ্রহণ করিবেন।
ঢাকা প্রকাশ
৯ মার্চ, ১৯৫২
পৃ. ৮

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!