তদন্ত কমিশনের সাক্ষ্য সম্পর্কিত বিজ্ঞপ্তি
জরুরী বিজ্ঞপ্তি
জনসাধারণ, বিশ্ববিদ্যালয়ের সদস্য, ছাত্র অথবা কোন প্রতিষ্ঠানের সদস্যদের নিকট হইতে এবং প্রাদেশিক সরকারের নিকট হইতে এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ হইতে ১৯৫২ ইং সালের ২১শে ফেকুয়ারী তারিখে ঢাকায় পুলিশের গুলী চালনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যাবলী সম্পর্কে লিখিত বিবরণী আহ্বান করা যাইতেছে। বিবরণীগুলি টাইপ করা হইলেও ভাল হয়। বিবরণীগুলিকে সমর্থন করার উদ্দেশ্যে যে সকল সাক্ষীর নাম উল্লেখ করা হইবে, তহাদের পূর্ণ নাম ঠিকানার তালিকা বিবরণীগুলির সঙ্গে দাখিল করিতে হইবে। বিবরণীগুলি ঢাকা হাইকোর্টের মাননীয় জাষ্টিস মিঃ এলিসের বরাবরে পাঠাইতে হইবে এবং ঐগুলি ১৯৫২ সালের ৩১শে মার্চ তারিখে অথবা তৎপূর্বে তাহার নিকট পৌছাইতে হইবে।
(স্বা:) টি, এইচ, এলিস
জজ, হাইকোর্ট, ঢাকা
২০শে মার্চ ১৯৫২ ইং
ইনসাফ, ২৩শে মার্চ, ১৯৫২ ইং।
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত