You dont have javascript enabled! Please enable it!

মুক্তি দাবী

সম্প্রতি রাষ্ট্রভাষা সাব কমিটির সদস্যগণ পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। তাহারা মন্ত্রী মহােদয়ের নিকট রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কে ধৃত ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দাবী করিয়া বলেন যে, উহাদিগকে সত্বর মুক্তি দেয়া না হইলে সাব কমিটির নিজস্ব কর্মপন্থা নির্ধারণের স্বাধীনতা থাকিবে! প্রধানমন্ত্রী প্রতিনিধিদেরকে জানাইয়াছেন যে, কেবলমাত্র ঐ আন্দোলন সম্পর্কে ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হইয়াছে। বর্তমানে যাহারা কারারুদ্ধ আছে তাহাদিগকে অন্য কারণে গ্রেফতার করা হইয়াছে।
ঢাকা প্রকাশ
২ মে, ১৯৪৮
পৃ. ২

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!