You dont have javascript enabled! Please enable it! 1949.05.01 | আরবী ফার্সির বদলে উর্দু - সংগ্রামের নোটবুক

আরবী ফার্সির বদলে উর্দু

ইতিপূর্বে মাধ্যমিক শিক্ষা বাের্ড এক বিজ্ঞপ্তিতে জানাইয়াছিলেন যে আরবী ফার্সির বদলে Second Language রূপে উর্দু পড়ান হইবে না। কিন্তু সম্প্রতি বাের্ড এই মৰ্ম্মে এক ইস্তেহার জারী করিয়া জানাইয়াছেন যে অনতিবিলম্বে যে সকল ছাত্র ইচ্ছা করে তাহারা আরবী ফার্সি প্রভৃতির পরিবর্তে উর্দু Second Language হিসাবে নিতে পারিবে।
ঢাকা প্রকাশ
১মে, ১৯৪৯

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত