পূৰ্ব্ববঙ্গ ভাষা সাব কমিটি
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে, পূর্ববঙ্গ ভাষা কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞ সাব কমিটি বর্ণমালা ও ভাষার মান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। বাংলা ব্যাকরণ সহজকরণ সম্পর্কে সাব কমিটি শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করিবেন বলিয়া আশা করা যায়।
সম্ভবতঃ আগামী এক পক্ষকালের মধ্যে উক্ত সাব কমিটি মূল কমিটির নিকট রিপাের্ট দাখিল করিবেন।
এই প্রসঙ্গে উল্লেখ করা যাইতে পারে যে, প্রাদেশিক সরকারের উদ্যোগেই পূর্ববঙ্গ ভাষা কমিটি গঠিত হইয়াছিল।
ঢাকা প্রকাশ
১৮ই জুন, ১৯৫০
পৃ. ১১
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত