You dont have javascript enabled! Please enable it! 1950.09.17 | বাংলা ভাষা বাংলা অক্ষরেই লেখা হইবে - সংগ্রামের নোটবুক

বাংলা ভাষা বাংলা অক্ষরেই লেখা হইবে

পূর্ববাংলা সরকার নিযুক্ত ভাষা কমিটি সম্প্রতি তাহাদের কাৰ্য্য শেষ করিয়াছেন বলিয়া জানা গিয়াছে।
পূর্ববাংলার এবং সমগ্র পাকিস্তানের বিশিষ্ট কৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি রাখিয়া এবং সমগ্র আনুসঙ্গিক সমস্যার সমাধান স্বরূপ কমিটি বাংলাভাষার নিম্নলিখিত রূপে সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন :
১। ছাপা, টাইপ এবং সহজ পঠনের উপযােগী করিবার জন্য অব্যবহার্য হরফগুলি বাদ দেওয়া হইয়াছে।
২। যুক্তাক্ষর ও সকল রকম ফলা বর্জন করা হইয়াছে।
৩। শব্দের বানান যথাসম্ভব উচ্চারণ অনুসারে হইবে।
৪। বাংলা ব্যাকরণ বহুল পরিমাণে সহজ করা হইয়াছে।
৫। আরবী, পারসী, উর্দু, ইংরেজী প্রভৃতি ভাষা হইতে বাংলার ব্যবহৃত শব্দ সমূহের বাংলা ভাষায় সঠিকভাবে লিখিবার নীতি নির্ধারণ করা হইয়াছে।
৬। সংস্কৃতের প্রভাবমুক্ত করিয়া বাংলা ভাষাকে পূর্ববাংলার জনসাধারণের উপযােগী এবং তাহাদের কৃষ্টির বাহনরূপে পরিবর্তিত করিবার নীতি নির্দেশ করা হইয়াছে।
৭। উর্দু হরফে বাংলা ভাষা লিখিবার বিষয় কমিটি বিশেষভাবে বিবেচনা করিয়া এই সিদ্ধান্ত উপনীত হইয়াছে যে, বর্তমানে উহা সমীচীন এবং সম্ভবপর নহে। তবে এই প্রদেশে উর্দু ভাষার যথেষ্ট পরিমাণে প্রসারের পর উক্ত বিষয়ে পুনর্বিবেচনা করা যাইতে পারে।
ঢাকা প্রকাশ
১৭ সেপ্টেম্বর, ১৯৫০
পৃ. ৫

সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত