২১-২২ ফেব্রুয়ারির ঘটনাবলির প্রেক্ষিতে সরকারি প্রচারপত্র
পােস্টার-১
একতা বিশ্বাস শৃঙ্খলা
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মরহুম কায়েদে আজমের এই এই অমূল্য নির্দেশ জাতির রক্ষা কবচ ও জাতীয় দৃঢ়তার শ্রেষ্ঠ সহায়।
অভ্যন্তরীণ বিশৃঙ্খলা গােলযােগ বাহিরের প্রকাশ্য শত্রুর চেয়ে বহুগুণে বেশী মারাত্মক।
পােস্টার-২
মিথ্যা ও অতিরঞ্জিত প্রচারণা দ্বারা যারা দেশের জনমত বিক্ষুব্ধ করে তারা দেশের দুষমন।
হুঁশিয়ার! হুঁশিয়ার !! হুঁশিয়ার !!!
পাকিস্তানের দুষমনদের চর ছদ্মবেশে এই এদেশের অনিষ্ট করতে ব্যস্ত।
তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে দৃঢ় প্রতিজ্ঞ হউন।
পােস্টার-৩
গুজব না গজব?
দুষ্কৃতিকারীরা আজগুবি কথা
রটিয়ে পাকিস্তানের ভিত্তিমূলে
কুঠারাঘাত করেছে
গুজবে বিশ্বাস করলে
বা
গুজব রটালে
নিজেরাই অনিষ্ট হবে সবচেয়ে বেশী।
Manuscripts for three different kinds of posters are placed below. The H.M., now in-charge of Publicity, desires that the posters should be produced and distributed all over the Province as quickly as possible. All the three posters should be of the size 30″ X 30″. I think 20,000 of each kind will be required for distribution throughout the Province. Mr. Sadequr Rahman, A.P.O: Showed the manuscript to the H.M. who has kindly approved the contents and has also added the caption ” ” in the third poster. P.D. branch may now take action quickly.
Sd/Illegible
29 February, 1952
Number of Posters allotted for distribution : –
1. Dacca 20.000
2. Mymensingh 20,000
3. Rangpur 10,000
4. Dinajpur 10,000
5. Pabna 6,000
6. Rajshahi 10,000
7. Faridpur 10,000
8. Kustia 5,000
9. Jessore 10,000
10. Khulna 10,000
11. Tippera 10.000
12. Bogra 4,000
13. Noakhali 6,000
14. Chittagong 10,000
15. Barisal 10,000
16. Sylhet 10,000 + 4000 (2)
The undersigned is directed to send forthwith, per special messenger … copies of a poster (s) prepared in connection with the recent disturbances and to request that immediate arrangements may kindly be made for their display in all conspicuous places in the district and sub-divisional towns as well as big bazars of his district with the help of publicity staff of his district.
Assistant Commissioner
1 March, 1952.
Printing and Distribution of Posters on Recent Disturbances in Dacca in February, 1952. Government of East Bengal, B-Proceedings, Public Relation Department (P & D), Bundle No. 3, January, 1953, Proceedings No. 605-610. 2. Bogra 4,000
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত