মুসলমানদের দাবী
পূর্ব্ববাঙ্গালা গর্ভনমেন্টের সেক্রেটারিয়েটে প্রায় সব কয়টি উচ্চ পদে অবাঙ্গালী মুসলমান নিযুক্ত হইয়াছেন। এই ব্যাপারে বাঙ্গালী মুসলমানদের মধ্যে যে অসন্তোষ দেখা যাইতেছিল তাহা একটি ব্যাপারে আরাে বৃদ্ধি পাইয়াছে। প্রকাশ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের লেকচারার মিঃ জি জিলনীকে পূর্ববঙ্গ গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশনের সেক্রেটারী নিযুক্ত করা হইয়াছে। তিনি বিশ্ববিদ্যালয়ে মাসিক ২৬০ টাকা বেতন পাইতেন। কিন্তু এই নুতন পদে তিনি মাসিক ৭৫০ টাকা বেতন পাইবেন এবং তাহা বাড়িয়া মাসিক এক হাজার টাকা হইবে। তিনি বাঙ্গালা জানেন না, কোন প্রকার শাসনকার্য পরিচালনার ব্যাপারেও তাঁহার নাকি কোন অভিজ্ঞতা নাই। এইরূপ একজন অনভিজ্ঞ ব্যক্তিকে বহুসংখ্যক কৃতী ও যােগ্য বাগালী মুসলমানের দাবী উপেক্ষা করিয়া নিয়ােগ করায় বাঙ্গালী মুসলমানেরা খুবই অসন্তুষ্ট হইয়াছে।
এদিকে খাওয়া বাসস্থান সম্পর্কে পূর্ববাঙ্গলা গভর্নমেন্টের কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাইতেছে। তাহারা নাকি গত রবিবার চীফ সেক্রেটারী মিঃ আজিজ আহমেদের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করিয়াছে।
ঢাকা প্রকাশ
৭ সেপ্টেম্বর, ১৯৪৭
পৃ. ২
সূত্র: ভাষা আন্দোলনের দলিলপত্র – রতন লাল চক্রবর্ত্তী সম্পাদিত