You dont have javascript enabled! Please enable it!

২ এপ্রিল ১৯৭১ঃ আগরতলায় কবরী

ঢাকা
রাত ১ টায় সাংবাদিক অনিল ভট্টাচার্যের (friends of Bangladesh সন্মামনা প্রাপ্ত) বাড়ীর উঠানে দেখেন এক মহিলা কাঁদছেন। তার পাশের ঘরেই শুয়ে আছে তার দুই শিশু সন্তান। অনিলের স্ত্রী গৌরী তাকে জানান মেয়েটি ঢাকার একজন নায়িকা।
অনিল আবার তাকে চিনত না। কবরী আগরতলা এসেছেন স্বামী ও দুসন্তান নিয়ে ৪০ মাইল হেটে। আসার সময় তার গাড়ী টাঁকা পয়সা সব দিয়ে এসেছেন মুক্তিযোদ্ধাদের। টাকা সাথে আনেননি পাকিস্তানের টাকা ভারতে চলবে না বলে।
উঠেছিলেন এক হোটেলে। সেখানে বিল দিতে পারেননি বলে সেখান থেকে তাড়িয়ে দিলে এক নেতা তাকে অনিলের বাড়ী নিয়ে আসেন।
নারায়ণগঞ্জের অনিলের বাড়ী তখন প্রবাসী সরকারের পূর্বাঞ্চল দপ্তর। অনিলের বাড়ী এসে কবরী পরিবার তিনদিন পর খাবার গ্রহন করেন। অনিল তার অর্থ সংস্থানের জন্য আগরতলায় একটি শো এর বেবস্থা করেন।
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সামসুজ্জহা (শামিম ওসমানের পিতা ) দলের তহবিল দেখাশুনা করতেন। তিনি কবরীকে অর্থ সাহায্য দিলেন। টাকা পেয়ে কবরী চলে যান কলকাতা।

১২ এপ্রিল ১৯৭১ শহীদ ডা. জিকরুল হক 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!