You dont have javascript enabled! Please enable it! 1971.10 | চরমপত্র - সংগ্রামের নোটবুক

অক্টোবর ১৯৭১

গাছে কাঁঠাল গোঁফে তেল। এদ্দিন ধইর্যা এই কথাটার অর্থ ঠিক মতন বুঝতে পারি নাইক্যা। কিন্তু ঠেটা মালেকার কায়কারবারে অখন বুঝতে পারছি গাছে কাঁঠাল গোঁফে তেল’- এই কথার অর্থটা কী। আসল কামের সংগে দেকা নাইক্যা, আগেই ভাগ-বা করা সার। আঃ হাঃ কাপড় ধইর্যা টাইনেন না, কাপড় ধইরা টাইনেন না-কইতাছি, কইতাছি। সা’বে কইছে কিসের ভাই আহ্লাদের আর সীমা নেই। সেনাপতি ইয়াহিয়া খান কলমের এক খোচায় ৭৮ জন আওয়ামী লীগ মেম্বারের সদস্য পদ Cancell করণের। লগে লগে হগ্গল হারু পার্টির মুখ দিয়া অক্করে লালা পড়তে শুরু করছে। গেল ডিসেম্বরে সেনাপতি ইয়াহিয়া মেলেটারি খাড়া কইর‌্যা যে Election করছিল, হেই Election-এর মাইদ্দে এই সব হারু পাটির ফাস্ট কেলাস রেজাল্ট হইছে। খুনী মাওলানা মওদুদীর জামাতে ইসলাম শূন্য। শয়তানে আজম দৌলতনার কাউন্সিল মুছলমান লীগ গােল্লা। খ্রিষ্টান কিলারের লাভার আইয়ুব খানের কনভেনশন মুছলমান লীগ আউগ্যা সিটও না। আগায় খান পাছায় খান খান আব্দুল কাউয়ুম খানের’ কাইয়ুম মুছলমান লীগ জিরো। মিচকি শয়তান চৌধুরী মােহাম্মদ আলীর নেজামে ইসলাম অশ্ব ডিম্ব। লরকানায় লাকড়া। ভুট্টো সাবের পি পি পি’র- খেয়ালই আছিললা না যে বঙ্গাল মুলুকে Election হইতাছে। মাওলানা হাজারভীর জমিয়তে ইসলাম DO। ছলু মিয়ার কে.এস.পি, ধাওয়া।
আক্কা মেহামত মিয়া অক্করে ফাল পাইড়া উঠলাে, পাইছে, পাইছে হুকা নসরুল্লার পি.ডি.পি অউগ্যা সিট পাইছে। কী সােন্দর নয়টা Pakistan পাটি মিল্যা বঙ্গাল মুলুকে ১৬৯টা সিটের মাইধ্যে অউগ্যা সিট পাইছে। জোশের মাথায় সেনাপতি ইয়াহিয়া খান সার্টিফিকেট দিয়া দিলাে, আমার মছুয়া সােলজাররা খাড়া থাইক্যা গার্ড দেওনের গতিকে Election নিরপেক্ষ হইছে। Election Commissioner জাষ্টিস্ ছত্তার গেজেটে জেতােন্যা আওয়ামী লীগ মেম্বারগাে নাম ছাপাইয়া দিলাে। কিন্তু তা হইলে কী হইবাে? সেনাপতি ইয়াহিয়া খানের হাতে মেজিক খেলার ডুগডুগি রইছে। বেডায় গদি হারাবার ডরে জাস্টিস্ ছত্তারের ঘেটিতে হাত দিলাে। বুড়া ছত্তার জীবনে পাকিস্তানে বহুত কেরামতী দেখছে। লগে লগে ললাটিশ দিলাে ৭৮ জন আওয়ামী লীগারের মেম্বারশিপ নাইক্যা। ব্যাস, হারু পাটির লেতাগাে মাইদ্দে ঠ্যাটা মালেক্যারে তেল দেওনের একটা Competition শুরু হইয়া গেল। হেরা আগেই বুইঝ্যা ফেলাইছে যে বঙ্গাল মুলুকের মফস্বল এলাকায় যেভবে বিচ্ছুগুলার কারবার শুরু হইছে, তাতে কইর‌্যা ঢাকার গবর্ণমেন্ট হাউসের মাইদ্দেই এই Bye-Election এর মার্শাল আসগর খান ঢাকা ট্যুর কইর‌্যা করাচীতে ফেরত যাইয়াই কইছে, ঠ্যাটা মালেকার রাজত্বে আমার পাট্টী Electon-এ Contest করবাে না। কইর‌্যা কোনাে ফায়দা নাইক্যা-সবই Under | Hand কারবার চলতাছে।- ঠ্যাটা মালেকা তুফান মাল-পানি খাইতাছে। চাই-ই-কী হইলাে? কী হইলাে? ঢাকা মেডিকলের সামনে তিনডা মছুয়া রাজাকাররে বিক্ষুগুলা হেই কারবার কইরা দিলাে। বায়তুল মােকাররমে তিন বেডার এক লগে জানাজা হইলাে। খবরের কাগজের মাইদ্দেও ফাটা-ছাপা হইলাে।
মেরহামত মিয়া একটা বাইশ হাজার টাকা দামের হাসি দিয়া কইলাে, এই তিন দাগী রাজাকারের বড় বাড় বাড়ছিলাে- হেই লাইগ্যাই বিক্ষুগুলা একটু ঘষাঘষির কারবার কইরা দিছে। এ্যাঃ অ্যাঃ কুমিল্লা আবার Normal হইয়া গেছে দিনা কয়েক এইখানে লাড়াই বন্ধ থাকনের গতিকে Abnormal মনে হইতাছিল । মছুয়াগুলা কী খুশি! ময়নামতি ক্যানটনমেন্ট থাইক্যা মাঝে মাঝে হাঁটি হাঁটি পা পা কইর‌্যা শরৎকালের হাওয়া খাইতে শুরু করছিল। ব্যাস, বিচ্ছুগুলা গেল জুম্মার দিন জনা কয়েক ভােমা সাইজের মছুয়ারে হালাক করছে। আর জনা চল্লিশেক গতরের মাইদ্দে ব্যান্ডেজ বাঁধছে। এই খবর ঢাকার সেকেন্ড কেপিটালের ইস্টার্ন হেড কোয়ার্টার্সে আহনের লগে লগে মেজর জেনারেল পিয়াজী সা’বে কী রাগ! অক্করে চিল্লাইয়া উঠছে। পাবলিছিটির ইনচার্জ মেজর সালেক একটা জিপ লইয়া পুরানা পল্টনের এ.পি.পি. আপিসে দৌড়াইলাে। ফোনের মাইদ্দে পূর্বদেশের হারু মাল মাহবুবুল হকের লগে কী জানি সব বাচিত্ হইলাে। মেজর সা’ব ফোন থুইয়া একটা গুয়ামুরি হাসি দিয়া এ.পি.পি.র হাশিম সা’বরে কইলাে, “দেখাে হাশিম, কুমিল্লামে যাে গড়বড় হুয়া না, উস্ খবরমে বােল দেও ইয়ে ইন্ডিয়ান এজেন্ট লােগ কিয়া। হামলােগকা পাঁচ জোয়ান খতম হুয়া অউর উন্-তাল্লিশ জমী। ইস, বারে মে শিষ্য দেও বাঙ্গালি পাবলিক খতম হুয়া। নেই-নেই-নেই, বাঙ্গালি আওরত আউর বাচ্চো লােক মার্ডার হুয়া, আউর পাবলিককো ভারী লােকসান পৌছায়া। ব্যাস, টেলিপ্রিন্টারের মাইদ্দে খটা খট। সব মিছা কথার খবর যাইতে শুরু করলাে আর। রেডিও গায়েবী আওয়াজ ভ্যা ভ্যা কইর‌্যা চিল্লাইয়া উঠলাে। মেরহামত মিয়া কইলাে, এইনা বলে ঠ্যাটা মালেক্কা-পিঁয়াজীর ছােলজাররা সব বর্ডার সিল কইর‌্যা ফেলাইছে। তা হইলে সিরাজগঞ্জের চর, কাগমারীর গ্রাম, ময়মনসিংহের পাটক্ষেত, কুমিল্লা টাউন, গােপালগঞ্জের বিল, বরিশালের গাঁও-গেরাম, এইসব জায়গায় Action কেমূতে হইতাছে? বুঝছি, বুঝছি, রেডিও গায়েবী আওয়াজ ইন্ডিয়ান এজেন্ট’ কইলেই হেই জায়গায় বুঝতে হইবাে বিচ্চুগাে কারবার হইছে। পাবলিক মরলে ধরতে হইবাে মছুয়া। Gone- ভারী লােকসান কইলে আন্তাজ করতে হইবাে হেগাে অস্ত্রপাতি ডাবিশ হইছে। মেহামত মিয়ার Brain খােলতাই হইতাছে দেইখ্যা আমি অক্করে থ’।
হ-অ-অ-অ হেই দিককার খবর হুনছেন নি? পাঞ্জাব আর সিন্ধুতে আইজ-কাইল খালের পানির ভাগ-বাটোয়ারা লইয়া ফাটাফাটি কারবার শুরু হইছে। পশ্চিম পাঞ্জাবের গবর্ণর লেঃ জেনারেল আতিকুর রহমান আর সিন্ধুর গবর্ণর লেঃ জেনারেল রাহমান গুল হেইদিন খালের পানি ভাগ-বাটোয়ারার ব্যাপারে ছয় ঘণ্টা ধইরা বৈঠক করণের পর। Shut-up আর Raskel কইয়া একজন আরেক জনরে গালাগালি করণের পর কাইট্যা পড়ছে। লারকানার লাড়কা জুলফিকার আলী ভুট্টো সিংহাতিক চেইত্যা গেছে। বেড়ায় পশ্চিম পাঞ্জাবের গবর্ণর লেঃ জেনারেল আতিকরে ডিসৃমিশ করণের দাবি করছে। কিন্তুক মুখে যতই কউক ‘মুছলমান মুছলমান ভাই ভাই’ পিপলস পাট্টির পাঞ্জাবী মেম্বাররা তাগাে। গবর্ণর আতিক্যারে সাপাের্ট কইর‌্যা বইছে।
এই দিক্কার কেইসটা কী? হেই যে কইছিলাম, তিনটেকা রুজের রাজাকাররা আইজ-কাইল বাঙালি পাবলিক লুটপাট কইর‌্যা কিছু না পাইয়া ঠ্যাটা-মালেকারে পাগল। কইর‌্যা ফেলাইছে। খালি কইতাছে, ছিড়া Left ঠ্যাটা ভাই একটা কিছু বিহিত করেন। আমরা রাজাকার হওনের আগেই মছুয়াগুলা লুটপাট কইর‌্যা বাঙালিগাে কাছ থনে হগুগল। মালকড়ি লইয়া গেছে। ব্যাস, ঠ্যাটা মালেকা একটা জব্বর প্ল্যান বাইর করছে। আস্তে কইর‌্যা New York Time-এর রিপাের্টাররে কইছে, ‘আমি ইন্ডিয়ার থনে হাওয়াই জাহাজে কইরা বাঙালি রিফিউজী ফেরত আনমু।’ কী রকম বেড়া একখান! নব্বই লাখ রিফিউজি প্লেনে কইর‌্যা ফেরত আনবাে। তবুও রাজাকারগাে লুটপাট আর Murder-এর সুবিধা কইর‌্যা দিতে হইবাে। এলায় ক্যামন বুঝতাছেন! মনে লয় মুরগি অক্করে ঠোঁটের মাইদ্দে চাকু লইয়া পঞ্চাশ সালে বরিশাল Riot করুন্যা বারিস্টার আর ঠ্যাটা মালেক্যার মন্ত্রী আখতার উদ্দীনের কাছে যাইয়া কইবাে, ‘গলার ফউরা সরাইয়া হেই কাম কইরা দেও- তােমাগাে কষ্ট দেইখ্য আমরা আর থাকতে না পাইরা আইস্যা পড়ছি।’ সবুর সবুর, ঠ্যাটা মালেক্যা-পিঁয়াজী তােমাগাে আর কাঁদতে হইবাে না। তােমাগাে আজরাইল, হেই যে বিক্ষুগুলা অখন তােমাগাে আশেপাশেই আইস্যা পড়ছে- হেগাে ট্রেনিং Complete হইয়া গেছে। আর ডিসেম্বর পর্যন্ত Wait কইর‌্যা গবর্ণমেন্ট হাউসের মাইদ্দে । বইস্যা Bye-Election-এর Result ভাগ করতে হইবাে না। তার আগেই আসল কিসিমের গাবুর, কেচুকা আর গাজুরিয়া মাইর শুরু হইবাে। এইডা হইবাে কামানের লগে কামানের টক্কর, মর্টারের লগে মর্টারের বাইড়াবাইড়ি, LMG-র লগে LMG-র ফাটাফাটি। এদ্দিন ধইর্যা ঘুঘু দেখছাে, এইবার ফাঁদও দেখবা। হের লাইগ্যাই কইছিলাম, গাছে কাঁঠাল গোঁফে তেল। আসল কামের লগে দেখা নাই- এইদিকে ভাগবখরা করা সারা। ঠেটা মালেক আর গাড়লের মাইদ্দে কোনােই ফারাক নাইক্যা।

সূত্র: চরমপত্র – এম আর আখতার মুকুল