সংবাদ
১১ই ডিসেম্বর ১৯৬৭
জামালপুর ও শেরপুরে থানা আওয়ামী লীগ গঠন
ময়মনসিংহ, ৯ই ডিসেম্বর (নিজস্ব সংবাদদাতা)।- সাম্প্রতিক জামালপুর ও শেরপুর থানা আওয়ামী লীগ পুনর্গঠন করা হয়। এতদুপলক্ষে জামালপুর মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব মুহম্মদ আবদুল হাকিম এডভােকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত দুইটি পৃথক পৃথক সম্মেলনে ৬-দফা ও সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েমের দাবী জানান হয়।
মৌলবী আবদুল মজিদ আকন্দকে সভাপতি ও জনাব মূজিবর রহমানকে সম্পাদক নির্বাচিত করিয়া জামালপুর থানা আওয়ামী লীগ এবং জনাব নূরী মুহম্মদ এডভােকেটকে সভাপতি ও জনাব এম, এ সামাদ এডভােকেটকে সম্পাদক নির্বাচিত করিয়া শেরপুর থানা আওয়ামী লীগ পুনর্গঠন করা হয়।
উভয় সম্মেলনেই গৃহীত অপরাপর প্রস্তাবে শেখ মুজিবর রহমান, জনাব তাজুদ্দিন আহমেদ, খােন্দকার মােশতাক আহমদ, মনি সিং, রবি নিয়ােগী, আবদুর রহমান সিদ্দীক ও ছাত্র আবদুল লতিফ সিদ্দিকীসহ সকল রাজবন্দীর মুক্তি, জরুরী আইন প্রত্যাহার, ইত্তেফাকের পুনঃপ্রকাশ দাবী, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণের দাবী জানান হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব