You dont have javascript enabled! Please enable it! 1967.12.22 | প্রাদেশিক পরিষদে বিরােধী দলের নেতা মালেক উকিলের বিবৃতি- কারাগারে শেখ মুজিবর গুরুতর অসুস্থ | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২২শে ডিসেম্বর ১৯৬৭

প্রাদেশিক পরিষদে বিরােধী দলের নেতা মালেক উকিলের বিবৃতি
কারাগারে শেখ মুজিবর গুরুতর অসুস্থ
(নিজস্ব বার্তা পরিবেশক)

নিখিল পাকিস্তান আওয়ামী লীগের আহ্বায়ক জনাব কামরুজ্জামান এম, এন, এ এবং পূর্ব পাকিস্তান পরিষদের সম্মিলিত বিরােধী দলের নেতা জনাব আবদুল মালেক উকিল গতকাল (বৃহস্পতিবার) কারারুদ্ধ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের গুরুতর অসুস্থতার সংবাদ প্রকাশ করেন এবং অবিলম্বে তাঁহার মুক্তির ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবী জানান।
বিবৃতিতে তাঁহারা বলেন যে, প্রায় দেড় বৎসরকাল একটানা কারা যন্ত্রণা ভােগের ফলে শেখ সাহেবের স্বাস্থ্যের বিশেষ অবনতি ঘটিয়াছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য, শেখ মুজিবকে ১৯৬৬ সালের ৮ই মে দেশরক্ষা বিধিবলে গ্রেফতার করা হয়।
তাঁহারা আরও বলেন যে, শেখ সাহেব এক্ষণে বহুবিধ রােগে আক্রান্ত হইয়াছেন এবং তিনি বিশেষভাবে গ্যাসট্রিক, হৃদরােগ, অর্শ ও চোখের ব্যাধিতে ভুগিতেছেন। তাঁহারা এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করিয়া বলেন যে, শেখ সাহেবের যদি-কোন অঘটন ঘটে তবে তজ্জন্য দেশবাসী সরকারকেই দায়ী করিবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব