সংবাদ
২৪শে ডিসেম্বর ১৯৬৭
শেখ মুজিবের স্বাস্থ্যের অবনতিতে আমেনা বেগমের উদ্বেগ
(নিজস্ব বার্তা পরিবেশক)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে কারাগারে শেখ মুজিবর রহমানের স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করিয়াছেন। মিসেস আমেনা বেগম আরও বলেন যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান সুদীর্ঘকাল কারাগারে বন্দী থাকার দরুন অর্শ, চোখের অসুখ, হৃদপিণ্ডের রােগ, অন্দ্রের ব্যথা প্রভৃতি রােগে আক্রান্ত হওয়ায় তাঁহার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়াছে।
উল্লেখযােগ্য, বিগত ১৯৬৬ সালের ৮ই মে হইতে শেখ মুজিবর রহমান এবং আরও কতিপয় আওয়ামী লীগ নেতা দেশরক্ষা বিধিবলে বিনাবিচারে আটক রহিয়াছেন। মিসেস আমেনা বেগম শেখ মুজিবসহ সকল রাজবন্দীকে অবিলম্বে মুক্তিদানের জন্য সরকারের নিকট আবেদন জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব