সংবাদ
২০শে ডিসেম্বর ১৯৬৭
শেখ মুজিবসহ সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)
কারারুদ্ধ আওয়ামী লীগ নেতার একটানা আটকাবস্থায় ক্ষোভ এবং তাঁহার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করিয়া এবং আগামী ঈদ উৎসবের পূর্বেই তাঁহাকে মুক্তি প্রদানের দাবী জানাইয়া ঢাকা সদর মহকুমা আওয়ামী লীগের কার্যকরী সভাপতি ডঃ এম, এ শহিদুদ্দিন ইস্কান্দার (গফুর) একটি বিবৃতি প্রদান করিয়াছেন। তিনি বলেন যে, ৬-দফার প্রবক্তা শেখ মুজিব বর্তমানে কারাগারে বিভিন্ন রােগে ভুগিতেছেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, শেখ সাহেবের অশীতিপর বৃদ্ধ পিতা শেখ লুঙ্কর রহমান সাহেব কিছুদিন পূর্বে গুরুতররূপে অসুস্থ হইয়া পড়িলে সকল মহল হইতে শেখ সাহেবের মুক্তির দাবী পুনর্বার উল্লেখ হয়। কিন্তু সরকার এই বিশেষ দাবী মানিয়া লয় নাই।
জনাব ইস্কান্দার বিবৃতিতে মেসার্স তাজুদ্দিন আহমদ, খােন্দকার মুশতাক আহমদ, মনি সিং, হাজী দানেশ, শেখ ফজলুল হক মনি, ফেরদৌস কোরেশী, মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী, আবদুল মান্নান প্রমুখসহ সকল রাজবন্দীর মুক্তির দাবী জানাইয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব