দৈনিক পাকিস্তান
১০ই নভেম্বর ১৯৬৭
শেখ মুজিবের মামলা
সরকার পক্ষের তিনজনের সাক্ষ্য গ্রহণ
(কোর্ট রিপাের্টার)
গতকাল বৃহস্পতিবার ঢাকার সেন্ট্রাল জেলের অভ্যন্তরে গঠিত ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনারের এজলাসে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনিত রাষ্ট্রদ্রোহিতা মামলায় সরকারপক্ষের তিনজন সাক্ষীকে জেরা করা হয়। এরা হচ্ছেন মামলার বাদী তৎকালীন ঢাকার পুলিশ সুপার সৈয়দ মান্নান বখস, সিটি পুলিশ সুপার ই এ চৌধুরী ও মদন মােহন বসাক রােডে অবস্থিত শ্রমিক ফেডারেশনের সভাপতি আমির হােসেন।
শেখ সাহেবের প্রধান কৌশুলি জনাব জহিরুদ্দীনের একটি জেরার জবাবে জনাব মান্নান বখশ বলেন যে, ঘটনার সময় তিনি পাকিস্তানের বাইরে ছিলেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তিনি এডিসি জনাব আলমের এজলাসে লিখিত এজাহার দায়ের করেন যা বর্তমান মামলায় ১ নম্বর এক্সিবিট হিসেবে দাখিল করা হয়েছে। আর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন যে, বর্তমান মামলা প্রসঙ্গে বাদীর তরফ থেকে মহামান্য হাইকোর্টে কোন আবেদন করা হয়েছে কিনা তা তিনি জানেন না এবং ঢাকার জেলা শাসককে এই মামলা প্রসঙ্গে পরীক্ষা করা হয়েছে কিনা একমাত্র আদালতই তা বলতে পারেন। (অসমাপ্ত)
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব