সংবাদ
১০ই নভেম্বর ১৯৬৭
শেখ মুজিবের রাষ্ট্রদ্রোহ মামলা
৩ জন সরকারী সাক্ষীর জেরা
(নিজস্ব বার্তা পরিবেশক)
পি,পি, এর এক খবরে বলা হয় যে, গতকল্য (বৃহস্পতিবার) ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব এম,এস খানের আদালতে শেখ মুজিবের বিরুদ্ধে দায়েরকৃত দেশদ্রোহ মামলার ৩ জন সাক্ষীকে বিবাদীর কৌসুলী জেরা করেন।
আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ১৯৬৫ সনের ২৯শে অক্টোবর পল্টনের এক জনসভায় শেখ মুজিবের বিরুদ্ধে আপত্তিকর বক্তৃতা প্রদানের অভিযােগ আনয়ন করিয়া দেশরক্ষা আইনের ১২৪(ক) ও জননিরাপত্তা আইনের ৭(৩) ধারামতে উপরােক্ত মামলা দায়ের করা হয়।
অদ্য যে ৩জন সাক্ষীকে জেরা করা হয়, তাহারা হইতেছেন সৈয়দ মান্নান বখত (ডি-আই-জি), জনাব ই,এ, চৌধুরী (এস,পি, স্পেশাল ব্রাঞ্চ) ও শ্রমিক নেতা বলিয়া কথিত জনাব আমির আলী। মামলার পরবর্তী জেরার দিন ১৭ই নভেম্বর ধার্য করা হইয়াছে।
শেখ মুজিবের পক্ষে জনাব জহিরুদ্দীন ও অন্যান্য এডভােকেট মামলা পরিচালনা করেন। সরকারপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর জনাব আবদুল আলিম।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব