সংবাদ
২০শে নভেম্বর ১৯৬৭
শেখ মুজিবের বিরুদ্ধে আর একটি মামলার শুনানী
(নিজস্ব বার্তা পরিবেশক)
গত শুক্রবারে ঢাকা সেন্ট্রাল জেলগেটে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২৪(ক) ধারা ও পূর্ব পাকিস্তান নিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা মােতাবেক আনীত অপর একটি রাজদ্রোহ মামলার আর একদফা শুনানী হয়। ঢাকা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব এম, এস, আলম এই শুনানী গ্রহণ করেন। এই দিন সরকারপক্ষের সাক্ষী প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব মতিয়র রহমান (বর্তমানে তথ্য ও বেতার দফতরের সেকশন অফিসার), ডি,এস, পি জনাব এম, এ, মালেকের জেরা করা হয়।
আগামী ৩০শে নভেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য হইয়াছে। এই দিন ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী প্রতিবাদী শেখ মুজিবর রহমানের বক্তব্য গ্রহণ করা হইবে। প্রতিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন মেসার্স জহীর উদ্দীন, মােহাম্মদ উল্লাহ, আরহাম সিদ্দিকী প্রমুখ আইনজীবী।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব