You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৭ই ডিসেম্বর ১৯৬৭

শেখ মুজিবের দণ্ডাদেশের বিরুদ্ধে আপীল
ঢাকার ডিসি’র উপর হাইকোর্টের রুল
(নিজস্ব বার্তা পরিবেশক)

গত মঙ্গলবার ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব এ, সােবহানকে লইয়া গঠিত একক বেঞ্চ ঢাকার ডেপুটি কমিশনারের উপর এক রুল জারী করিয়া কেন ঢাকায় অতিরিক্ত সেশন জজ কর্তৃক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে ঢাকায় প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসার উদ্দীন কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশ সংশােধনের পর অনুমােদন বাতিল করা হইবে না তৎসম্পর্কে কারণ দর্শাইবার নির্দেশ দিয়াছেন। বিগত ১৯৬৬ সালের ২০শে মার্চ ঢাকার আউটার স্টেডিয়ামে আপত্তিকর বক্তৃতার অভিযােগে ম্যাজিষ্ট্রেট শেখ মুজিবর রহমানকে ১৫ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করিলে উহার বিরুদ্ধে আপীল করা হয়। অতিরিক্ত দায়রা জজ জনাব কাসের আলী উক্ত দণ্ডাদেশ বহাল রাখেন; অবশ্য তিনি সাজার মেয়াদ ১৫ মাস হইতে ৮ মাস করেন। মহামান্য বিচারপতি শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জনাব সিরাজুল হক এডভােকেট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন। তাঁহাকে সাহায্য করেন মেসার্স আবুল হােসেন, এইচ, কে আবদুল হাই, মীর হােসেন চৌধুরী, নূরুল আলম, বজলুর রহমান তালুকদার প্রমুখ এডভােকেট।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!