You dont have javascript enabled! Please enable it! 1967.12.09 | মুক্তাগাছা থানা আওয়ামী লীগ কর্মী সম্মেলন | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৯ই ডিসেম্বর ১৯৬৭

মুক্তাগাছা থানা আওয়ামী লীগ কর্মী সম্মেলন
(সংবাদদাতা প্রেরিত)

মুক্তাগাছা, ৭ই ডিসেম্বর।-মুক্তাগাছা থানা আওয়ামী লীগ কর্মী সম্মেলনে ৬-দফা ও সমাজতন্ত্র কায়েমের মাধ্যমে শােষণহীন পাকিস্তান প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার সংকল্প পূনৰ্বার ঘােষণা করা হয়।
মুক্তাগাছা থানা আওয়ামী লীগ সভাপতি মৌলবী ইয়াকুব আলীর সভাপতিত্বে স্থানীয় কমনিটী সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তৃতা করেন নিখিল পাকিস্তান আওয়ামী লীগ সাংগঠনিক কার্য কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব রফিক উদ্দিন ভুইয়া, জামালপুর মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব আবদুল হাকিম এডভােকেট, জনাব ইমান আলী এডভােকেট, জনাব খােন্দকার আবদুল মালেক শহীদুল্লা ও জনাব শামছুল হক প্রমুখ দেড় ডজন নেতা ও কর্মী।
সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তির দাবী জানান হয়।
আওয়ামী লীগ নেতা জনাব রফিকউদ্দিন ভূইয়া বলেন, ৬-দফা ও সমাজতন্ত্র কায়েমের মাধ্যমে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ও মানুষে মানুষে ভেদাভেদের অবসান ঘটাইতে হইবে, যাহাতে প্রত্যেকটি মানুষ, সে হিন্দু হউক আর মুসলমান হউক অথবা বাঙ্গালীই হউক আর অবাঙ্গালীই হউক, প্রত্যেকেই যাহাতে ন্যায়বিচার লাভ করে তার জন্যই আমাদের সংগ্রাম।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব