আজাদ
৬ই নভেম্বর ১৯৬৭
কাজী ফজলুল্লা কর্তৃক ভুট্টোর সমালােচনা
লারকানা, ৩রা নবেম্বর।-প্রাদেশিক স্বরাষ্ট্র উজির কাজী ফজলুল্লা অদ্য এখানে বলেন যে, পাকিস্তানের সাবেক পররাষ্ট্র উজির জনাব জুলফিকার আলী ভুট্টো তাহার ওজারতের আমলে প্রাপ্তবয়স্ক ভােটাধিকার, এক ইউনিট পার্লামেন্টারী গণতন্ত্রের পুনরুদ্ধারসহ সকল গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে অবহেলা প্রদর্শন করিয়াছেন। জনাব ফজলুল্লা সাংবাদিকদের সহিত আলােচনাকালে বলেন যে, জনাব ভুট্টো যে রাজনৈতিক দল গঠন করিতে যাইতেছেন তাহাতে কোন বুদ্ধিমান ব্যক্তিই যােগদান করিবে না। তাহার পার্টি এক ব্যক্তির প্রদর্শনী হইবে বলিয়া তিনি মন্তব্য করেন।
পূর্ব পাক আওয়ামী লীগ সমর্থনের বিরুদ্ধে নিন্দা
জনাব ফজলুল্লা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতা শেখ মুজিবর রহমানের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য জনাব ভুট্টোর নিন্দা করেন। উজির মহােদয় বলেন যে, জনাব ভুট্টো যখন উজির পদে অধিষ্ঠিত ছিলেন তখন তিনি শেখ মুজিবর রহমানকে চ্যালেঞ্জ দান করিয়াছিলেন। কিন্তু যদি হারাইয়া এখন তিনি শেখ মুজিবর রহমানকে সমর্থন করিতেছেন এবং তাহাকে একজন বড় দেশপ্রেমিক হিসাবে অভিহিত করিতেছেন। -এপিপি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব