You dont have javascript enabled! Please enable it! 1967.11.08 | আওয়ামী লীগ নেতা কর্তৃক ভুট্টোকে আজেবাজে কথা না বলার অনুরােধ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
৮ই নভেম্বর ১৯৬৭

আওয়ামী লীগ নেতা কর্তৃক
ভুট্টোকে আজেবাজে কথা না বলার অনুরােধ

করাচী, ৬ই নবেম্বর।-ছয়দফাপন্থী পাকিস্তান আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির সভাপতি জনাব কামরুজ্জামান খান জনাব ভুট্টোকে আজেবাজে কথার দ্বারা জনসাধারণকে ভুল পথে নেওয়ার অনুরােধ করিয়াছেন।
তিনি বলেন যে, জনাব ভুট্টো যদি সত্যিই দেশের জন্য কিছু করিতে চান তাহা হইলে বর্তমানে যে কয়টি রাজনৈতিক দল রহিয়াছে উহার একটিতে তিনি যেন যােগদান করেন।
আজ বিকালে এখানে দলীয় কর্মীদের এক সমাবেশে জনাব কামরুজ্জামান আরও বলেন যে, জনাব ভুট্টো দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করিতে চান; কিন্তু তিনি নিজেই এই প্রথা মানিয়া চলেন না। নিজের ব্যক্তিত্ব ও নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই তিনি আরেকটি নয়া রাজনৈতিক দল গঠন করিতে চাহিতেছেন।
আওয়ামী লীগের ৬-দফা সম্পর্কে জনাব ভুট্টো যে মন্তব্য করিয়াছেন, উহা তাহার মুখের এমন কিছু নূতন কথা নহে বলিয়া জনাব কামরুজ্জামান উল্লেখ করেন। তিনি বলেন, ক্ষমতাসীন থাকাকালে জনাব ভুট্টো ১৯৬৫ সালে ৬-দফা সম্পর্কে শেখ মুজিবের সহিত মােকাবিলা সভায় অবতীর্ণ হওয়ার চ্যালেঞ্জ দিয়াছিলেন।-পিপিএ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব