চোর না শুনে ধর্মের কাহিনী
বার্মিংহাম, ৯ জুন (এপি) পূর্ববঙ্গ থেকে আসা শরণার্থীদের মধ্যে যারা কলেরা রােগে আক্রান্ত হচ্ছে তাদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ক্রিকেট খেলার একটি ব্যাটকে নিলামে বিক্রি করার জন্য এখানকার পৌরপতি পাকিস্তানী ক্রিকেট খেলােয়াড়দের ঐ ব্যাটে নাম সহি করতে অনুরােধ জানিয়েছিলেন।
কিন্তু পাকিস্তানী হাই কমিশনের হস্তক্ষেপের ফলে তারা সেই ব্যাটে নাম সহি করতে অস্বীকার করেন। বৃটেনের ১১ জুন খেলােয়াড়ই অবশ্য তাতে সহি দিয়েছেন।
বামিংহামের লর্ড মেয়র তখন মন্তব্য করেন : “আমার ধারণা, খেলােয়াড়দের ঐ ব্যাটে স্বাক্ষর করতে দিলে পাকিস্তানের ভাবমূর্তিটিই একটু ভাল হত।”
সূত্র: কালান্তর ১০.৬.১৯৭১