You dont have javascript enabled! Please enable it! 1967.09.25 | নয়া সাংগঠনিক সমিতি গঠনে পিডি এম পন্থী আওয়ামী লীগের দুঃখ প্রকাশ | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২৫শে সেপ্টেম্বর ১৯৬৭

নয়া সাংগঠনিক সমিতি গঠনে পিডি এম পন্থী
আওয়ামী লীগের দুঃখ প্রকাশ

ঢাকা, ২৪শে সেপ্টেম্বর।-পিডিএমপন্থী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এডহক কমিটি অদ্য অপরাহ্নে এখানে অনুষ্ঠিত এক সভায় ছয়দফা পন্থী আওয়ামী লীগের নয়া পাকিস্তান আওয়ামী লীগ সাংগঠনিক কমিটি নিয়ােগে দুঃখ প্রকাশ করেন।
নওয়াবজাদা নসরুল্লাহ খানের নেতৃত্বাধীন (পিডিএমপন্থী) পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহীরুদ্দিন জানান যে, এডহক কমিটির সভায় গৃহীত এক প্রস্তাবে আওয়ামী লীগে ভাঙ্গন সৃষ্টির জন্য প্রাদেশিক অথবা কেন্দ্রীয় আওয়ামী লীগ কাউন্সিলের নিকট হইতে কোনরূপ অনুমতি ব্যতীত পাকিস্তান আওয়ামী লীগের একটি পাল্টা সাংগঠনিক কমিটি গঠনের জন্য একশ্রেণীর ব্যক্তির প্রচেষ্টা নিন্দনীয়।
সিলেটের জনাব আবদুল হাই এডহক কমিটির সভায় সভাপতিত্ব করেন। সভায় আগামী ১৫ই অক্টোবর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত করা হয়। সভায় গৃহীত অপরাপর প্রস্তাবে মুজিবর রহমানসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবী, দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহার ও নিউ নেশন প্রিন্টিং প্রেস বাজেয়াফত আদেশ বাতেল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানাে হয়।-পিপিএ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব