You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১২ই অক্টোবর ১৯৬৭

কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের নয়া সংসদ গঠন

কুমিল্লা, ৯ই অক্টোবর (নিজস্ব সংবাদদাতা)।-পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা শাখার সম্প্রতি এক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে নয়া জেলা কার্যকরী সংসদ গঠন করা হয়।
জনাব মােঃ আবদুস সালাম ভূঁইয়া ও জনাব মােঃ জাকির হােসেন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মুক্তাগাছা থানা ছাত্রলীগ সম্মেলন মুক্তাগাছা, ৯ই অক্টোবর (নিজস্ব সংবাদদাতা)। সম্প্রতি মুক্তাগাছা থানা ছাত্রলীগ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি জনাব ফেরদৌস কোরেশী, জনাব আবদুর রাজ্জাক, জনাব নূরে আলম সিদ্দিকী ও জনাব শফি আহমদসহ সকল ছাত্রবন্দী এবং আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তি দাবী জানানাে হয়। শ্রী অমৃত চন্দ্র দে কে সভাপতি ও জনাব খবির উদ্দীনকে সম্পাদক নির্বাচিত করিয়া একটি শক্তিশালী কার্যকরী সংসদ গঠন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শ্রী পরেশ চন্দ্র সাহা। সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে ২২-দফার প্রতি পূর্ণ সমর্থন, ৬-দফার বাস্তবায়ন, সস্তা দরে খাদ্য সরবরাহের দাবী, জরুরী আইন প্রত্যাহার, ইত্তেফাক-এর পুনঃপ্রকাশ দাবী ও নেত্রকোনায় নিরীহ ও নিরস্ত্র ছাত্রদের উপর পুলিসের লাঠিচার্জে এবং শহীদ মিনারের পবিত্রতা বিনষ্ট করার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!