সংবাদ
৭ই অক্টোবর ১৯৬৭
রংপুরে ন্যাপ কর্মীসভা
বন্দী মুক্তি ও শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবী
রংপুর, ৪ঠা অক্টোবর (নিজস্ব সংবাদদাতা)।- রংপুর ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক জনাব আজিজুল হকের বাসভবনে ন্যাপ ও কৃষক সমিতির কর্মীদের সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় পাকিস্তান ন্যাপের যুগ্ম-সম্পাদক জনাব মহিউদ্দিন এবং কেন্দ্রীয় ন্যাপ নেতা জনাব পীর হাবিবুর রহমান বক্তৃতা করেন।
কর্মীদিগকে উদ্দেশ করিয়া বক্তৃতা প্রসঙ্গে জনাব মহিউদ্দিন দেশের ও আন্তর্জাতিক পরিস্থিতি বিশদভাবে আলােচনা করেন এবং এই অবস্থায় ন্যাপ ও কৃষক সমিতির কর্মীদের কি করণীয় সে সম্পর্কে আলােচনা করেন।
জনাব পীর হাবিবুর রহমান তাঁহার বক্তৃতায় বলেন যে, দেশে স্বাধীনতার পর কোনদিনই গণতান্ত্রিক সরকার ছিল না। সমগ্র দেশে কোনদিন প্রাপ্তবয়স্কদের ভােটে কোন সরকার নির্বাচিত হয় নাই। গণতন্ত্র এদেশে ব্যর্থ হইয়াছে-এই কথা সম্পূর্ণ ভুল। এদেশে গণ-সরকার প্রতিষ্ঠা করিতে হইলে শােষণ-নির্যাতন বন্ধ করিতে হইবে, জনসাধারণকেই নিয়মতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলিতে হইবে।
সভায় এক প্রস্তাবে হাজী দানেশ, হাতেম আলী খান, সিরাজুল হােসেন খান, মনিকৃষ্ণ সেন, শেখ মুজিব, তাজউদ্দিন, মতিয়া চৌধুরীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবী জানান হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব