আজাদ
৯ই অক্টোবর ১৯৬৭
ঢাকা জেলা ছাত্রলীগ কর্তৃক অবিলম্বে ছাত্র নেতৃবৃন্দের মুক্তিদাবী
ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ হইতে ছাত্র ও রাজনৈতিক কর্মীদের ব্যাপক ধরপাকড়ের নিন্দা করিয়া এক বিবৃতি দান করা হইয়াছে।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হাই, সহ-সভাপতি মােজাম্মেল হক ও অন্যান্য নেতা বলেন, ইদানীং সরকার ছাত্রলীগ সম্পাদক আবদুর রাজ্জাক ও ছাত্র ইউনিয়ন নেতা আলী হায়দার খানকে দেশরক্ষা আইনে গ্রেফতার করিয়াছেন। আমরা অবিলম্বে বিনাসর্তে তাহাদের মুক্তি দাবী করিতেছি। ইহাছাড়া ছাত্রলীগ সভাপতি ফেরদৌস কোরেশী, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেত্রী মতিয়া চৌধুরী অসুস্থ অবস্থায় বিনাচিকিৎসায় দুর্ভোগ জীবনযাপন করিতেছেন। ইহা ছাড়া শেখ মুজিব, তাজউদ্দিন, মিজান চৌধুরী, হাজী দানেশ প্রমুখ নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক আছেন। আমরা অবিলম্বে এই সকল নেতৃবৃন্দসহ সকল ছাত্র ও রাজবন্দীদের আশু মুক্তি দাবী করিতেছি। যদি অবিলম্বে তাহাদের মুক্তি না দেওয়া হয় তাহা হইলে দেশব্যাপী তাহাদের মুক্তির দাবীতে দুর্বার গণআন্দোলন গড়িয়া তােলা হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব