You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১২ই আগষ্ট ১৯৬৭

আওয়ামী লীগ নেতার বিবৃতি
রাজবন্দীদের মুক্তিদান অথবা বিচার করুন

পাকিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য মালিক হামিদ সরফরাজ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, শেখ মুজিবর রহমানসহ বহু প্রখ্যাত আওয়ামী লীগ নেতাকে দেশরক্ষা আইনে বৎসরাধিককাল যাবৎ আটক রাখা হইয়াছে। বিশিষ্ট জেলা হাইকোর্ট বার সমিতিগুলি ছাড়াও পাকিস্তানের রাজনৈতিক দলসমূহ শেখ মুজিবর রহমান ও অপরাপর নেতাদের হয় মুক্তি দান অথবা সাধারণ আদালতে বিচারের জন্য সরকারের প্রতি আবেদন জানান।
অবশেষে পূর্ব পাকিস্তানের ছাত্রগণ প্রদেশব্যাপী রাজবন্দীদের মুক্তি দাবীর অভিযান পরিচালনা করে। কিন্তু সরকার ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভ কঠোর হস্তে দমন করেন।
শেখ মুজিবর রহমানের ‘৬-দফা কর্মসূচীর সহিত কেহ ভিন্নমত পােষণ করিতে পারেন। কিন্তু মালিক সরফরাজ সরকারকে সতর্ক করিয়া দেন যে, সরকার ৬-দফার বিরুদ্ধে জনমত গড়িয়া তুলিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হইয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!