You dont have javascript enabled! Please enable it! 1967.08.24 | আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি: কাউন্সিল সভায় শেখ মুজিব বাণী প্রেরণ করেন নাই | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৪শে আগষ্ট ১৯৬৭

আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি
কাউন্সিল সভায় শেখ মুজিব বাণী প্রেরণ করেন নাই

ঢাকা, ২২শে আগষ্ট (পি পি এ)।-সম্প্রতি অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেশরক্ষা আইনে আটক পার্টির সভাপতি শেখ মুজিবর রহমানের একটি বাণী পাঠ করা হয় বলিয়া যে খবর প্রকাশিত হইয়াছে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ হইতে অদ্য উহা অস্বীকার করা হয়।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত খবরকে মিথ্যা ও দুর্ভাগ্যজনক বলিয়া বর্ণনা করা হয়। বলা হয় যে, শেখ মুজিবর রহমান কারাগার হইতে কাউন্সিলরদের উদ্দেশ্যে কোন বাণী প্রেরণ করেন নাই। তাহাছাড়া, এই ধরনের বাণী প্রেরণ করা বেআইনী ও অসম্ভব তবে প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা স্বীকার করা হয় যে, পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম কাউন্সিল অধিবেশনে তাহার বক্তৃতায় বলেন যে, তিনি কারাগারে শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাৎ করেন এবং শেখ সাহেব তাহাকে কাউন্সিলরদের নিকট তাহার ধন্যবাদ জ্ঞাপনের অনুরােধ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!