You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৯শে আগষ্ট ১৯৬৭

পিণ্ডিতে গবর্ণর মােনায়েম খানের স্পষ্টোক্তি
রাজবন্দীদের মুক্তি দেওয়া হইবে না

রাওয়ালপিণ্ডি, ২৭শে আগষ্ট।- প্রাদেশিক গবর্ণর জনাব আবদুল মােনায়েম খান এখানকার পূর্ব পাকিস্তান হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যে, পূর্ব পাকিস্তানে আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া হইবে না। জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে যােগদানের জন্য তিনি এখানে আগমন করেন।
তিনি বলেন, পূর্ব পাকিস্তানে এখন মাত্র ৪ শত রাজবন্দী রহিয়াছেন। ইহাদের মধ্যে নিরাপত্তা আইনে আটক রহিয়াছেন ১২ জন।
গবর্ণর বলেন, তথাকথিত গণতন্ত্রীদের শাসনামলে নিরাপত্তা আইনে আটক ব্যক্তিদের সংখ্যা অনেক বেশী ছিল। জনাব নুরুল আমিনের সময় উপরােক্ত আইনে আটক ব্যক্তির সংখ্যা ছিল ১ হাজার ২ শত ১৪ জন। জনাব আবু হােসেন সরকারের সময় এই সংখ্যা দাঁড়ায় ৪৫৬ জনে।
তিনি বলেন, রাজবন্দীদের মামলা আদালতে বিচারাধীন বিধায় সরকার তাহাদের মুক্তির বিষয় চিন্তা করিতেছেন না।
নিবর্তনমূলক বিধি ও স্বাভাবিক আইন থাকা সত্ত্বেও কেন পাকিস্তান প্রতিরক্ষা আইনে গ্রেফতার করা হইতেছে প্রশ্ন করা হইলে গবর্ণর বলেন যে, যে সকল ব্যক্তি রাষ্ট্রবিরােধী কার্যকলাপে লিপ্ত ছিলেন তাহাদিগকেই পাকিস্তান প্রতিরক্ষা আইনে গ্রেফতার করা হইয়াছে। শেখ মুজিবর রহমানের আটক সম্পর্কে তিনি বলেন যে, আদালত এই সম্পর্কিত ব্যবস্থাকে ন্যায়সঙ্গত বলিয়া রায় প্রদান করিয়াছেন। জনসাধারণকে মৌলিক অধিকার বঞ্চিত করিয়া রাজনৈতিক কার্যকলাপ দমন করার জন্য জরুরী অবস্থা বলবৎ রাখা হইয়াছে বলিয়া বিরােধী দলসমূহ যে অভিযােগ করিয়াছে, গবর্ণর তাহা প্রত্যাখ্যান করেন। গবর্ণর ইহাকে ‘ডাহা মিথ্যা’ বলিয়া অভিহিত করেন। -পাকিস্তান টাইমস

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!