You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৫ই সেপ্টেম্বর ১৯৬৭

মুক্তাগাছা আওয়ামী লীগের সভায় রাজবন্দীদের মুক্তি দাবী

মুক্তাগাছা, ২রা সেপ্টেম্বর।-সম্প্রতি মুক্তাগাছা শহর আওয়ামী লীগ কর্মীদের অনুষ্ঠীত এক সভায় গৃহীত এক প্রস্তাবে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, প্রচার সম্পাদক জনাব আবদুল মােমেন, ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভানেত্রী বেগম মতিয়া চৌধুরী, ছাত্রলীগ সভাপতি জনাব ফেরদৌস কোরেশী, চটকল শ্রমিক ফেডারেশনের সম্পাদক জনাব আবদুল মান্নান ও জেলা আওয়ামী লীগ সহসম্পাদক জনাব আবদুর রহমান সিদ্দীকসহ সকল রাজবন্দীদের আশু ও বিনাশর্তে মুক্তির দাবী জানান হয়।
অপর এক প্রস্তাবে ঢাকা ও মুক্তাগাছাসহ প্রদেশের বিভিন্নস্থানে জারীকৃত ১৪৪ ধারা অনতিবিলম্বে প্রত্যাহারের জোর দাবী জানান হয়।
অপরাপর প্রস্তাবে মুক্তাগাছা থানায় পূর্ণাঙ্গ রেশনিং প্রথা প্রবর্তন এবং দরিদ্র শ্রেণীর জন্য পর্যাপ্ত পরিমাণ সরকারী সাহায্য প্রদানের দাবী, ২০ টাকা মণদরে চাউল ও ১০ টাকা মণদরে আটা সরবরাহের দাবী, পাটের নিম্নতম মূল্য ৪০ টাকা ধার্যের দাবী, ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন, ইত্তেফাক এর পুনঃপ্রকাশ দাবী, জরুরী আইন প্রত্যাহার এবং জনগণের বিবিধ সমস্যা লইয়া ঐক্যবদ্ধ আন্দোলন গড়িয়া তােলার আহ্বান জানান হয়।
সভায় শহর আওয়ামী লীগ সভাপতি খােন্দকার আবদুল মালেক শহীদুল্লা সভাপতিত্ব করেন। সংবাদদাতা

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!