You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১২ই সেপ্টেম্বর ১৯৬৭

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভায় ‘শিক্ষা দিবস’ সফল করার আহ্বান

ঢাকা, ১১ই সেপ্টেম্বর (পিপিএ)।-গতকল্য এখানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্ধিত সভায় আহূত ১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে যথাযােগ্য মর্যাদার সহিত পালনের আহ্বান জানানাে হয়।
১৭ই সেপ্টেম্বর শিক্ষা দিবসে প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন, সভা ও শােভাযাত্রা অনুষ্ঠানের জন্য ছাত্রসমাজের পক্ষ হইতে আহ্বান জানানাে হইয়াছে। ইকবাল হল ক্যাফেটারিয়ায় অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বিভিন্ন অধিবেশনে মুজিবর রহমান, আবদুর রউফ খান ও মােদাসসের আলী সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যতীত বিভিন্ন জেলা ও মহকুমা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যােগদান করেন।
এই সভায় গৃহীত এক প্রস্তাবে অবিলম্বে সকল ছাত্র বন্দীদের মুক্তিদানের আহ্বান জানানাে হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!