সংবাদ
১৭ই জুলাই ১৯৬৭
শেখ মুজিবের আপীলের শুনানী মুলতবী
ঢাকার জেলা ও সেশন জজ অদ্য শেখ মুজিবর রহমানের আপীলের শুনানী মুলতবী ঘােষণা করিয়াছেন বলিয়া পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, ১৯৬৬ সালের কোন এক মাসে আউটার ষ্টেডিয়ামে আপত্তিকর বক্তৃতার অভিযােগে দোষী সাব্যস্ত করিয়া ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসার উদ্দিন আহমেদ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের যে নির্দেশ দিয়াছিলেন, উক্ত নির্দেশের বিরুদ্ধেই আপীল করা হইয়াছে। অদ্য উক্ত আপীলের শুনানীর দিন ধার্য করা হইয়াছিল।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব