You dont have javascript enabled! Please enable it! 1967.08.06 | দেশরক্ষা বিধি ও নিরাপত্তা আইনে যারা আটক আছেন | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

দৈনিক পূর্বদেশ
৬ই আগষ্ট ১৯৬৭

দেশরক্ষা বিধি ও নিরাপত্তা আইনে যারা আটক আছেন

পূর্ব পাকিস্তানের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় ষাটজন রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক নেতা, কৃষকনেতা ও ছাত্রনেতা দেশরক্ষা আইন ও নিরাপত্তা আইনে আটক রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ নির্দিষ্ট মামলা দায়ের করেছেন। অধিকাংশ রাজবন্দীর নাম নিয়ে প্রদত্ত হলঃ
শেখ মুজিবর রহমান (সভাপতি, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ), হাজী মােহাম্মদ দানেশ (সহ-সভাপতি, ন্যাপ), সৈয়দ আলতাফ হােসেন (সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান ন্যাপ), তাজুদ্দিন আহমদ (সাধারণ সম্পাদক, পূর্ব পাক আঃ লীগ), হাতেম আলী খান (সহ-সভাপতি, কৃষক সমিতি), রণেশ দাশগুপ্ত (সাংবাদিক), সত্যেন সেন (সাংবাদিক), রণেশ মৈত্র (সাংবাদিক), আনােয়ারুল হক (সাংবাদিক), মিজানুর রহমান চৌধুরী (এম, এন, এ), খন্দকার মােস্তাক আহমদ (প্রাঃ আঃ লীগ সদস্য), ক্যাপটেন মনসুর আলী (সাবেক প্রাঃ উজীর), আশুতােষ ভরদ্বাজ, আবদুল মােমেন, অমল সেন, রফিকুল হােসেন, আবদুল হালিম, সন্তোষ ব্যানার্জী, মােহাম্মদ হানিফ, আবদুল হাই, ব্রজেন সাহা, শামসুল হক ভূঁইয়া, আমিনুল ইসলাম, অজয় রায়, মােল্লা জালাল উদ্দীন, জোতিষ বসু, কে, এম, ওবায়দুর রহমান, আমজাদ হােসেন, আমিনুদ্দীন, রফিক আহসান, আমজাদ হােসেন, গােলাম হাসনায়েন, মেসের আলি, শেখ ফজলুল হক (মনি), আবদুল মান্নান, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল হাই, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক তৈয়বুর রহমান, অধ্যাপক গাজী, মিসেস মতিয়া চৌধুরী (ছাত্র ইউনিয়নের একটি গ্রুপের সাবেক সভানেত্রী), ফেরদৌস আহমদ কোরেশী (পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি), রাশেদ খান মেনন (ছাত্র ইউনিয়ন অপর গ্রুপের সভাপতি), নূরে আলম সিদ্দিকী, মনিরুল ইসলাম, শাহ আজিজ, শফি আহমদ, আবদুস সামাদ চৌধুরী, অচিন্ত কুমার সেন, মানবেন্দ্র বটব্যাল, এস এম ওসমান, নাসিম আহমদ, সিরাজুল হােসেন খান (পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সম্পাদক), আবদুল মান্নান (পূর্ব পাক চটকল শ্রমিক ফেডারেশনের সম্পাদক)।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব