You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
২৮ শে এপ্রিল ১৯৬৭

মুজিব পনেরাে মাসের কারাদণ্ডে দণ্ডিত

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব আফসারউদ্দিন আহমদ গত বছরের ২০শে মার্চ ঢাকার পল্টন ময়দানে ক্ষতিকর বক্তৃতা প্রদানের দায়ে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে পনের মাসের বিনাশ্রম কারাদণ্ড দান করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা সেন্ট্রাল জেলে তিনি এই রায় প্রদান করেন।
প্রাদেশিক আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব প্রায় এক বছর ধরে পাকিস্তান রক্ষা আইনে আটক রয়েছেন। দীর্ঘ শুনানীর পর পাকিস্তান রক্ষা আইনের ৪৭ ধারাবলে তাকে এই দণ্ড প্রদান করা হয়েছে।
তাঁকে ‘ক’ শ্রেণীতে রাখার কথাও রায়ে বলা হয়েছে। একই আদালতে তাঁর জামীনের আবেদন নাকচ করা হয়েছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সূত্রে বলা হয়, এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করা হবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!