You dont have javascript enabled! Please enable it! 1967.05.10 | মােমনশাহী আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা- ৬ দফার সংগ্রাম অক্ষুন্ন রাখার সঙ্কল্প গ্রহণ | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১০ই মে ১৯৬৭

মােমনশাহী আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা
৬ দফার সংগ্রাম অক্ষুন্ন রাখার সঙ্কল্প গ্রহণ

ঢাকা, ৮ই মে।-গতকল্য মােমেনশাহীতে জেলা আওয়ামী লীগের কাৰ্যনিৰ্বাহক কমিটির এক বর্ধিত সভায় পার্টির ৬-দফা দাবী আদায়ের জন্য নিরবচ্ছিন্ন সংগ্রামের ব্যাপারে পুনরায় সঙ্কল্প গ্রহণ করা হয় বলিয়া এক প্রেস রিলিজে জানা গিয়াছে।
জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভা ৬ ঘণ্টাকাল স্থায়ী হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও খাদ্য পরিস্থিতি আলােচিত হয়।
সভায় গৃহীত বিভিন্ন প্রস্তাবে শেখ মজিবুর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, ইত্তেফাক প্রেস বাজেয়াফতির আদেশ প্রত্যাহারের দাবী জানান হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয় যে, পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) ব্যাপারে আওয়ামী লীগের ভূমিকা। সম্পর্কে যে কোন সিদ্ধান্ত গ্রহণ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিলেরই এখতেয়ারাধীন।
অপর এক প্রস্তাবে প্রদেশব্যাপী হ্রাসকৃত মূল্যে রেশন সরবরাহ এবং বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করা হয়। —পি পি এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব