You dont have javascript enabled! Please enable it! 1967.05.03 | বন্দীমুক্তি ও ৬-দফার সপক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৩রা মে ১৯৬৭

বন্দীমুক্তি ও ৬-দফার সপক্ষে
চট্টগ্রামে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ

চট্টগ্রাম, ১লা মে (আওয়ামী লীগ দফতর সম্পাদকের তার)। -চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের অফিস সম্পাদক জনাব এস, এ হান্নান এক তারবার্তায় জানাইয়াছেন, আওয়ামী লীগের ছয় দফার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়া পাকিস্তান ডেমােক্রেটিক মুভমেন্ট কর্তৃক আটদফা দাবী উত্থাপনে চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়াছে। কতিপয় ব্যক্তি কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে অদ্য এক বিরাট বিক্ষোভ মিছিল বাহির হয়। বিক্ষোভকারিগণ “৬-দফা জিন্দাবাদ, “শেখ মুজিবরসহ সকল রাজবন্দীর মুক্তি চাই” প্রভৃতি দাবী তুলিয়া শহরের প্রধান প্রধান পথ প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারিগণ এক পথসভা করেন। এই সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম আওয়ামী লীগ সম্পাদক জনাব এম, এ, আজিজ। জনাব আজিজ আওয়ামী লীগের ছয় দফা দাবীর কথা পুনরায় ঘােষণা করেন। তিনি বলেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কোনদিন এই তথাকথিত আট-দফাকে গ্রহণ করিবে না। তিনি জনগণ ও আওয়ামী লীগ কর্মিগণকে ছয়-দফার শত্রুদের বিরুদ্ধে সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। প্রত্যেক দিন সন্ধ্যা ৫টায় আওয়ামী লীগ অফিস হইতে এই ধরনের মিছিল বাহির হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব