সংবাদ
২৮শে মার্চ ১৯৬৭
ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক
পাবনার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)
ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ পাবনার ঘটনাবলীর তীব্র নিন্দা করিয়া ‘ভুট্টা পরিস্থিতি’র বিচার বিভাগীয় তদন্ত, গ্রেফতারকৃত সকলের আশু মুক্তি ও মামলা প্রত্যাহার এবং প্রদেশব্যাপী পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু ও রেশনে। ভুট্টা সরবরাহ বন্ধ করার দাবী জানাইয়াছেন। জনাব মকবুল হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহক পরিষদের এক বর্ধিত সভায় উপরােক্ত দাবী জানানাে হয়।
সভায় বিভিন্ন বক্তা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন।
সভায় গৃহীত অন্যান্য প্রস্তাবে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি, যেনতেন কারণে জরুরী আইন প্রয়ােগ বন্ধকরণ এবং ধর্মঘটী চটকল শ্রমিকদের তিনদফা দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানানাে হয়। সভায় অবিলম্বে শ্রমিকদের দাবী-দাওয়া মানিয়া লওয়ার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি দাবী জানানাে হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব