You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৭ই এপ্রিল ১৯৬৭

পটুয়াখালী মহকুমা
আঃ লীগ সভায় শেখ মুজিবসহ রাজবন্দীদের মুক্তি দাবী

পটুয়াখালী, ৩রা এপ্রিল (সংবাদদাতার তার)।-গত ২৮শে মার্চ গলাচিপাতে পটুয়াখালী মহকুমা আওয়ামী লীগের সভায় অন্যান্য রাজবন্দীসহ শেখ মুজিবর রহমানের মুক্তি দাবী করা হয়। মহকুমা আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন শিকদার সভায় সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের এই সভায় প্রাপ্তবয়স্কের ভােটাধিকার, মৌলিক অধিকার কায়েমের দাবী করা হয়। গলাচিপার অধিবাসীদের উপর যে সকল লেভী মামলা নির্বিচারে চাপাইয়া দেওয়া হইয়াছে উহা প্রত্যাহারের দাবী করা হয়। উপর্যুপরি, ঝড় ও ফসল নষ্ট হওয়ার ফলে এখানকার জনজীবন গভীর অর্থ সংকট দেখা দিয়াছে। তদুপরি ট্যাক্স, খাজনা ও ঋণ আদায়ের সার্টিফিকেট জারী তাহাদের এই সংকট ভয়াবহ আকার ধারণ করে। এই প্রেক্ষিতে সভায় এই সমস্ত প্রাপ্য আদায় স্থগিত রাখার দাবী জানান হয়। উপরন্তু শতকরা ৮০ ভাগ কৃষকের ঘরে খাবার নাই। এই অবস্থার মােকাবিলার জন্য, হালের গরু কেনার জন্য ঋণদান, বীজধান সরবরাহ করার দাবীও সভায় জানান হয়। পূর্ণ রেশনিং প্রবর্তন ও বিনামূল্যে দুঃস্থ কৃষকদের রেশন সরবরাহের প্রয়ােজন বলিয়া উক্ত সভায় অভিমত ব্যক্ত করা হয় এবং তদনুযায়ী প্রস্তাব গ্রহণ করা হয়। দারুণ অর্থ সংকটের মুখে চুরি-রাহাজানি বাড়িয়া গিয়াছে, অপরদিকে আধুনিক যানবাহন ও অনুন্নত রাস্তাঘাটের দরুন এই সকল অপরাধ দমনের জন্য সময়মত পুলিসের সাহায্য পাওয়া দুষ্কর। তাই দ্রুতগামী লঞ্চ ও জল পুলিসের ব্যবস্থার জন্যও সভায় দাবী জানান হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!