You dont have javascript enabled! Please enable it! 1967.04.08 | শেখ মুজিবরের মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৮ই এপ্রিল ১৯৬৭

শেখ মুজিবরের মুক্তি দাবী

বসুরহাট (নােয়াখালী), ৪ঠা এপ্রিল (সংবাদদাতা)।- আওয়ামী লীগের উদ্যোগে অদ্য এখানে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আবদুস সােবহান এডভােকেট। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্পাদক জনাব রফিক আহমেদ ভূঁইয়া, আওয়ামী লীগের শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী প্রমুখ প্রাদেশিক আওয়ামী লীগ নেতৃবৃন্দের নােয়াখালী সফর উপলক্ষে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য এই জনসভার আয়ােজন করা হয়। প্রাদেশিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব নূরুল হক উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তৃতাদানকালে বিভিন্ন বক্তা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন। সভায় গৃহীত প্রস্তাবে রেশনে সস্তাদরে চাউল সরবরাহ, জরুরী আইন প্রত্যাহার এবং আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমান ও ন্যাশনাল আওয়ামী পার্টির সহ-সভাপতি হাজী দানেশসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব