You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১১ই এপ্রিল ১৯৬৭

আওয়ামী লীগের সভায় মালেক উকিলের ঘােষণা
দাবী পূরণ না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকিবে

নােয়াখালী, ৯ই এপ্রিল।- প্রাদেশিক পরিষদের বিরােধী দলীয় নেতা জনাব আবদুস মালেক উকিল দেশের বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ প্রদান করিয়া গণভােটের মাধ্যমে আওয়ামী লীগের ৬-দফা প্রস্তাবে জনসাধারণের রায়কে গ্রহণ করার জন্য আহ্বান জানান।
গত শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক জনসভায় সভাপতির ভাষণদান প্রসঙ্গে জনাব মালেক উকিল বলেন যে, জনসাধারণ ৬-দফার দাবীর উদ্দেশ্য সম্পর্কে ওয়াকেফহাল রহিয়াছে। দেশের ঐক্য সমৃদ্ধি ৬-দফা দাবীর উদ্দেশ্য বলিয়া তিনি উল্লেখ করেন। ৬-দফা দাবীকে যাহারা দেশকে বিভক্তকরণের প্রচেষ্টা বলিয়া আখ্যায়িত করিয়াছেন জনাব মালেক উকিল তাহাদের তীব্র সমালােচনা করেন।
তিনি এই মর্মে ঘােষণা করেন যে, আওয়ামী লীগ দাবী পূরণ না হওয়া পর্যন্ত তাহাদের সংগ্রাম অব্যাহত রাখিবে।
প্রাদেশিক আওয়ামী লীগের অস্থায়ী সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম সভায় বক্তৃতা প্রসঙ্গে সরকারকে রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিকভাবে মােকাবেলা করার আহ্বান জানান।
সভায় গৃহীত প্রস্তাবে শেখ মুজিবসহ অন্যান্য রাজবন্দীদের মুক্তি ও অবিলম্বে দেশ হইতে জরুরী আইন প্রত্যাহার করিয়া লওয়ার দাবী জানানাে হয়। -পিপিএ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!