আজাদ
২৮শে এপ্রিল ১৯৬৭
শেখ মুজিবের ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড
ঢাকা, ২৭শে এপ্রিল।-গত বৎসর পল্টন ময়দানে অনুষ্ঠিত এক জনসভায় আপত্তিকর বক্তৃতা প্রদানের অপরাধে জনাব শেখ মুজিবর রহমানকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হইয়াছে। জামিনের জন্য আবেদন করা হইলে তাহা নামঞ্জুর করা হয়।
আজ অপরাহ্নে ঢাকা কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে অনুষ্ঠিত প্রথম শ্রেণীর মেজিষ্ট্রেটের আদালতে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতিকে পাকিস্তান দেশরক্ষা আইনের ৪৭ ধারাবলে এই কারাদণ্ড প্রদান করা হয়। উল্লেখযােগ্য যে, জনাব শেখ মুজিবর রহমান পাকিস্তান দেশরক্ষা আইনবলে প্রায় ১ বৎসর যাবৎ কারাগারে আটক রহিয়াছেন। গত বৎসর ২০শে মার্চ পল্টন ময়দানে আওয়ামী লীগ কর্তৃক আয়ােজিত এক জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগেই তাহাকে এই কারাদণ্ড প্রদান করা হয়। কারাগারে শেখ ছাহেবকে প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করা হইয়াছে।
আপীল করা হইবে
পরবর্তী সময়ে আওয়ামী লীগ সূত্রে প্রাপ্ত এক খবরে বলা হইয়াছে যে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হইবে। -এ পি পি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব